নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

০৬ আগস্ট ২০১৯ :
প্রেস বিজ্ঞপ্তি : News & Events Imageনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির কম্পিউটার সোসাইটির সহযোগিতায় মঙ্গলবার (০৬ আগস্ট, ২০১৯) দিনব্যাপী ফ্যাকাল্টির নেটওয়ার্কিং ল্যাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সাতটি দল ‘রিটার্ণ জিরো’, ‘হাইপার-সি’, ‘স্ট্যাক’, ‘কুল কোডার’, ‘স্ট্রিং’ ‘ভিশন-৩’ ও ইনক্লুড প্রতিযোগিতায় অংশ নেন। এদের মধ্যে ‘স্ট্রিং’ দল চ্যাম্পিয়ান এবং ‘ভিশন-৩’ রানার্স আপ হয়। ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক প্রতিযোগিতাটি পরিদর্শন করেন। এসময় উপাচার্য বলেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে এ ধরণের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রযুক্তি দক্ষ করে তুলবে। শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি। ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর ইফতেখার হোসেন এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর রকিবুল হাসানের তত্বাবধানে প্রতিযোগিতায় অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।