এনবিআইইউতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি (১৭ মার্চ ২০২০): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এনবিআইইউ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসের শুরুতে মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী নগরীর বিনোদপুরে ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনের সামনে প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরেণ্য কবি ও কথাসাহিত্যিক অধ্যাপিকা রাশেদা খালেক। উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, আইন অনুষদের ডিন প্রফেসর ড. হাবিবুর রহমান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক জোনাব আলী, প্রক্টর ড. আজিবার রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড. হুমায়ুন কবির প্রমুখ। প্রভাষক হাসান ঈমাম সুইট এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে চেয়েছিল। কিন্তু ইতিহাসের সত্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক এবং অভিন্ন। মায়েরা হাসবে, শিশুরা খেলবে। বঙ্গবন্ধুর এমন স্বপ্নের ভেতর তিনি বাঙালি জাতিকে একটি পতাকা ও একটি দেশ দিয়ে গেছেন। ইতিহাস থেকে তা কখনো মুছে ফেলা যাবে না।