এনবিআইইউতে ফল সেমিস্টারের নবীন বরণ ও সামার ব্যাচসমূহের মেধা পুরস্কার

২৪ অক্টোবর ২০১৯ :
প্রেস বিজ্ঞপ্তি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে (এনবিআইইউ) ফল-২০১৯ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং সামার-২০১৯ ব্যাচসমূহের মেধাবী শিক্ষার্থীদের মেধা পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী মহানগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। NBIU Orientation Fall অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নারীনেত্রী ও সংগঠক অধ্যাপিকা রাশেদা খালেক তরুণ শিক্ষার্থীদের সুবাসিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। তিনি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সংস্কৃতি চর্চার ভেতর মানবিক মূল্যবোধে মানুষ হয়ে উঠার পরামর্শ দেন। অনুষ্ঠানের সভাপতি এনবিআইইউ উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, কলামিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক নবীন শিক্ষার্থীদের দিক-নির্দেশনামূলক বক্তব্যে বলেন- এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের আধুনিক ও যুগোপযোগি শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তাই শিক্ষার্থীদেরকেও চিন্তা-চেতনা, শিষ্টাচার, জ্ঞান অন্বেষণ, স্বনির্ভর এবং সকল ক্ষেত্রে কর্মমুখি ও আধুনিক হয়ে গড়ে উঠার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, ফোকলোর বিজ্ঞানী প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার প্রফেসর ড. মদন মোহন দে, চীফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম এবং রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ। শিক্ষার্থী আতিক শাহরিয়ার, নাফিউল নিহাল, রুবাইয়াত, সুলতানুল আরেফিন, এজাজ আহম্মেদ প্রমুখ তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি আধুনিক ও যুগোপযোগি বিশ্ববিদ্যালয়। অত্যাধুনিক ল্যাব, টিএসসি, এসি ও মাল্টিমিডিয়া ক্লাস, ই্-লাইব্রেরিসহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক অত্যন্ত চমৎকার। মনোমগ্ধকর শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের সহজেই ক্লাসের প্রতি আকৃষ্ট করে। স্বল্প খরচে শিক্ষার্থীদের স্বপ্ন-আকাঙ্খা পূরণে উত্তরবঙ্গ তথা সমগ্র দেশে উচ্চশিক্ষা প্রসারে ভূমিকা রাখছে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন। NBIU Scholarship Awardঅনুষ্ঠানে ইউনিভার্সিটির আইন বিভাগের কো-অর্ডিনেটর ড. নাসরিন লুবনার সঞ্চালনায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, কো-অর্ডিনেটর,শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।