নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি (১০ জানুয়ারি ২০২৩) : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১০ জানুয়ারি মঙ্গলবার বেলা ১২টায় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর দিবস স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাবির ইতিহাস বিভাগের প্রফেসর বিশিষ্ট ইতিহাসবিদ প্রফেসর ড. আবুল কাশেম, এনবিআইইউ’র আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, ইংরেজি বিভাগের প্রফেসর আব্দুর রউফ, শিক্ষার্থী জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। আইইউএসির অতিরিক্ত পরিচালক শিক্ষক আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।