সামার-২০১৮ নবীন বরণ ও মেধা পুরস্কার অনুষ্ঠান

News & Events Image

১৫ জুলাই, ২০১৮ :
প্রেস বিজ্ঞপ্তি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার-২০১৮ সেমিস্টারের অনার্স ও মার্স্টাস প্রোগ্রামের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং স্প্রিং-২০১৫, ২০১৬, ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের মেধা পুরস্কার প্রদান করা হয়েছে। রোববার সকাল ১০টায় রাজশাহী মহানগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কবি, নারীনেত্রী ও কথাসাহিত্যিক অধ্যাপিকা রাশেদা খালেক তরুণ শিক্ষার্থীদের সুবাসিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। তিনি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সংস্কৃতি চর্চার ভেতর মানবিক মূল্যবোধে মানুষ হয়ে উঠার পরামর্শ দেন। নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে অন্যকে শ্রদ্ধা এবং নৈতিকতার শক্তিতে বলিয়ান হতে উপদেশ দেন তিনি। অনুষ্ঠানের সভাপতি এনবিআইইউ উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, কলামিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক নবীন শিক্ষার্থীদের দিক-নির্দেশনামূলক বক্তব্যে বলেন- এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের আধুনিক ও যুগোপযোগি শিক্ষা প্রদানে প্রতিশ্রতিবদ্ধ। তাই শিক্ষার্থীদেরকেও চিন্তা-চেতনা, শিষ্টাচার, জ্ঞান অন্বেষণ, স্বনির্ভর এবং সকল ক্ষেত্রে কর্মমুখি ও আধুনিক হওয়ার পরামর্শ দেন তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, ফোকলোর বিজ্ঞানী প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার প্রফেসর আবায়দুর রহমান প্রামানিক এবং দেশটেক, পাওয়ার মেরিট লিমিটেড এবং মিরসাদ ফিজিক্স একাডেমির ব্যবস্থাপনা পরিচালক নাসিম আনজুম মিরসাদ। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ। শিক্ষক সালাউদ্দিন সাইমুম তুহিন ও হাসান ইমাম সুইট-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম. হাবিবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক জোনাব আলী, প্রক্টর ড. আজিবার রহমান, সহকারি প্রক্টর আবদুল কুদ্দুসসহ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন- বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকীব হাসান, আইন বিভাগের শিক্ষার্থী সাথী খাতুন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ স্প্রিং-২০১৫, ২০১৬, ২০১৭ ব্যাচের ১০টি বিভাগের ২৬ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করেন।

News & Events Image