নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পেপসডেন্টের উদ্যোগে ফ্রী ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি (১৫ সেপ্টেম্বর, ২০২৫): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইউনিলিভার কোম্পানির পেপসডেন্টের উদ্যোগে ফ্রী ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর, ২০২৫) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই ক্যাম্পে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষাথী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ ডাক্তারের ম্ধ্যামে ফ্রী ডেন্টাল চেকআপ কার্যক্রমে অংশগ্রহণ করেন। এসময় তারা পেপসডেন্টের মিনি প্যাক উপহার দেন। ইউনিভার্সিটির টিএসসি চত্বরে ডেন্টাল ক্যাম্পে অংশ নেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. আনসার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, টিএসসির পরিচালক ড. নাসরিন লুবনাসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীগণ।