এনবিআইইউতে ‘এ্যাডমিনিসট্রেটিভ এটিকেট’ শীর্ষক সেমিনার

News & Events Image

১৮ মার্চ, ২০১৮:
প্রেস বিজ্ঞপ্তি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এ্যাডমিনিসট্রেটিভ এটিকেট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টায় রাজশাহীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. নজরুল ইসলাম। সেমিনারে নজরুল ইসলাম বিভিন্ন কর্মক্ষেত্রে মানুষের আচার-আচরণ, ব্যবহার-বিধি ও নিয়ম-শৃঙ্খলার বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনবিআইইউ’র ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট নারীনেত্রী কবি ও কথাসাহিত্যিক অধ্যাপিকা রাশেদা খালেক। সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক প্রফেসর ড. আবদুল খালেক। সেমিনারে উপস্থিত ছিলেন ট্রেজারার এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর অবায়দুর রহমান প্রামানিক , রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. ওয়াজেদ আলী, পরীক্ষা নিয়ন্ত্রক জোনাব আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক ড. নাসরিন লুবনা।

News & Events Image