এনবিআইইউ উপাচার্য প্রফেসর আবদুল খালেক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত

প্রেস বিজ্ঞপ্তি (২২ ডিসেম্বর ২০১৯): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। রোববার বেলা ১২টায় উপাচার্য দপ্তরে তাঁকে এ ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এসময় উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক বলেন, আমি ২০০৩ সাল থেকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আছি। এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ। তিনি প্রতিবারই আমাকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। প্রধানমন্ত্রী সবসময়ই সৎ ও যোগ্য নেতৃত্বের মূল্যায়ন করেন। তার দূরদর্শিতা আওয়ামী লীগকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। উল্লেখ্য, ২০০৩ সালে আওয়ামী লীগের গঠনতন্ত্রে ৪১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়। তখন থেকেই প্রফেসর ড. আবদুল খালেক আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে রয়েছেন।