নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ বিভাগের আন্তঃসেমিস্টার বির্তক প্রতিযোগিতা শুরু

১৮ এপ্রিল ২০১৯ :
প্রেস বিজ্ঞপ্তি : News & Events Imageনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) বিজনেস স্টাডিজ বিভাগের উদ্যোগে আন্তঃসেমিস্টার বির্তক প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া ‘ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে ব্যবসায় শিক্ষা একমাত্র সহায়ক ভূমিকা পালন করতে পারে’ শিরোনামে এ বির্তক প্রতিযোগিতার ১ম দিনে টিম চ্যালেঞ্জার্স চ্যাম্পিয়ান ও ‘থ্রি স্কলার্স’ দল রানার্স আপ হয়। সেরা বক্তা নির্বাচিত হন শিক্ষার্থী মাহফুজুর রহমান। প্রতিযোগিতার উদ্বোধন করেন এনবিআইইউ’র উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও কলামিস্ট প্রফেসর ড. আবদুল খালেক। অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. শাহ আজম শান্তনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল জলিল, ট্রেজারার প্রফেসর ড. মদন মোহন দে, বিভাগীয় প্রধান সাজেদুল ইসলাম। সহকারি অধ্যাপক আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক নাঈমা রহমান, অনুসয়া সরকার, ইদ্রিস আলী, মোখলেছুর রহমান পলাশ, আসমা আক্তারুন নাহার, এহসান আহম্মেদ, প্রাপ্তি সাহা প্রমুখ।